চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী সূচনা করে বাংলাদেশ। মাত্র ৪৬ বলে ফিফটি তুলে ৫২ রানে পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরের ফেরেন তামিম ইকবাল।
মধ্যাহ্ন বিরতির আগের শেষ বলে ইমরুল কায়েসও সাজঘরে ফিরলে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা। তবে এর আগে, সাড়ে চারের ওপর রানরেটে প্রথম সেশনেই দলের খাতায় শত রান যোগ করেন তারা। বিরতির পরও একই মেজাজে ব্যাট করে ক্যারিয়ারের ১৩ তম টেস্ট ফিফটি তুলে দলের রানের খাতা সচল রাখেন মুমিনুল হক।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৯ ওভারে ২ উইকেটে ২২৩ রান। দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য ৮৮ রানে মুমিনুল এবং ৩৯ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ —— উইকেটে —— রান। এই ম্যাচে, মাত্র একজন পেস বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ছাড়া স্পেশালিস্ট বোলার হিসেবে থাকা চার স্পিনারের মধ্যে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের।