জাতীয় ব্যাডিমন্ট চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। আর রানার্সআপ হয়েছে বাংলাদেশ আর্মি। পাবনার শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়ামের ফি. ম. সামসুল আরেফিন জিমন্যাসিয়াম হলে শেষয় হয় এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপ।
প্রতিযোগিতায় পুরুষ এককের শিরোপা জেতেন সিলেটের সালমান খান। চূড়ান্ত খেলায় তিনি ১৯-২১, ২১-১৭ ও ২১-১২ গেমে বাংলাদেশ আনসারের মোহাম্মদ মিনহাজকে পরাজিত করেন।
এদিকে নারী এককে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ আনসারের শাপলা আক্তার। ফাইনালে তিনি ২১-১৫, ২১-১২ গেমে বাংলাদেশ আর্মির এলিনা সুলতানাকে হারান।