শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে অধিনায়ক হ্যারি ব্রুককে ছাড়াই খেলতে নামে ইংল্যান্ড। কুইন্সল্যান্ডে সপ্তম স্থান নির্ধারণী সেই ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারায় তারা ৩২ রানে।
অধিনায়ককে দলের বাইরে রাখার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে কোচ জন লুইস বলেছেন, দলের আইনভঙ্গের কারণে হ্যারি ম্যাচটি মিস করেছে। দলের আইন অমান্য করার জন্যই আমরা তাকে খেলাটির বাইরে রাখি।
হ্যারি ব্রুকের বদলে ইংলিশদের নেতৃত্ব দেন উইল জ্যাক। ৩১ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে ভূমিকা রাখেন। acks
হ্যারি ব্রুক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১১৯.৫ গড়ে ২৩৯ রান করেন। একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটিও রয়েছে তার।