ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে মেয়েদের পেশাদার কুস্তি প্রতিযোগিতা। গত কয়েক বছরে নারীদের রেসলিং নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। আর এতে গত কয়েক বছর ধরে শার্লট ফ্লেয়ার, সাশা ব্যাংক, নাতালিয়া, বেকি লিঞ্চ, বেইলি, পেগি এবং আরো অনেকে নারীদের প্রফেশনাল রেসলিংয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।
খেলার সঙ্গে বুদ্ধির সম্মিলন করে ডব্লিউডব্লিউই প্রতিযোগিতাকে আলাদা মাত্রায় নিয়ে যাোয়া হয়েছে। প্রথমবারের মতো আমরা এখানে দেখতে পেলাম পুরুষ রেসলিংয়ে স্ম্যাক ডাউনের আদলে নারীদের নিয়ে আয়োজন করা হলো `হেল ইন অ্যা সেল’ ম্যাচ। শিগগিরই তা জনপ্রিয়তা পায়। আর প্রফেশনাল নারী রেসলারদের আলাদা করে চেনানোর জন্য একটা প্ল্যাটফর্ম দাড়িয়ে যায়।
নারীদের রেসলিং জনপ্রিয়তার মাপকাঠিতে দ্রুতই এগিয়ে যাচ্ছে। আর তাকে উপজীব্য করে প্রথমবারের মতো ‘রয়্যাল রাম্বল’ নামে লড়াই আয়োজনের ঘোষণা দেন, স্টিফানি ম্যাকমোহান। আগামী ২৮ জানুয়ারি ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে হবে এই লড়াই। আর সেটা দেখতে হলে গুণতে হবে মোটা অঙ্কের টাকা।