ঢাকা জেলা ১ম প্রমিলা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জিতেছে ধামরাই সবুজ ও লাল এবং সাভার লাল দল। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকালের খেলায় ধামরাই (সবুজ) দল ২-০ গোলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (সবুজ) দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইতি ও স্মৃতি ১টি করে গোল করেন।
দ্বিতীয় ম্যাচে ধামরাই (লাল) দল ২-০ ব্যবধানে হারায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (লাল) দলকে। বিজয়ী দলের পক্ষে মৌসুমী ও নাসরিন ১টি করে গোল করেন।
দিনের তৃতীয় ও শেষ খেলায় সাভার (লাল) দল একমাত্র গোলে হারিয়েছে দোহার (লাল) দলকে। বিজয়ী দলের পক্ষে সোনিয়া গোলটি করেন।
আগামীকাল শুক্রবার প্রতিযোগিতার চারটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।