বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে শেষ চার নিশ্চিত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ বুধবার চট্টগ্রাম পর্বের শেষ ও টুর্নামেন্টের ৩৪তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১২ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ চার নিশ্চিতের পাশাপাশি এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠলো তামিমের কুমিল্লা। আর ১০ খেলায় ১১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থাকলো সাকিবের ঢাকা। তবে এখনও শেষ চার নিশ্চিত হয়নি ঢাকা ডায়নামাইটসের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে, কুমিল্লার দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন কুমার দাস দলের সংগ্রহে ৬০ রান যোগ করেন। ব্যক্তিগত ৩৭ রানে তামিম ফিরে যাওয়ায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস মেরামত করেন লিটন। কিন্তু ৩৪ রানে থাকা লিটনকে নিজের দ্বিতীয় শিকার বানান সাকিব।
২৬ রান করে বিদায় নেন ইমরুল। ১১৪ রানে ৩ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের ২৭ বলে ৩৯, পাকিস্তানের শোয়েব মালিকের ৪ বলে অপরাজিত ৯ ও হাসান আলীর ২ বলে ৮ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় কুমিল্লা। ঢাকার ওয়েস্ট ইন্ডিয়ান বোলার কেভিন কুপার ৩টি ও সাকিব ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকার শীর্ষসারির চার ব্যাটসম্যান দু’অংকে পৌঁছানোর আগেই বিদায় নেন। এভিন লুইস ৬ ও সুনীল নারাইন ৫, সাদমান ৯ ও অধিনায়ক সাকিব আল-হাসান ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ করেন ঢাকার ইংলিশ ওপেনার জো ডেনলি। কাইরন পোলার্ড ২৭ এবং মোসাদ্দেক হোসেন ও জহিরুল ইসলাম ১৭ রান করে ফিরলে ঢাকার হার নিশ্চিত হয়ে যায়। ৮ উইকেটে ১৫৪ রানে থামে তাদের ইনিংস। চিটাগং-এর পক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রাভো।