চট্টগ্রাম পর্বের শেষ দিনে রাজশাহী কিংসের কোয়ালিফিকেশন রাউন্ডে খেলার আশা বাচিয়ে রাখলেন অভিষিক্ত বোলার কাজী অনিক। আর রাজশাহীর কাছে ৩৩ রানে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই বিপিএল থেকে বিদায় নিয়েছে চিটাগং ভাইকিংস।
চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে, রাজশাহীর দেয়া ১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে ৫ ওভারে ২ উইকেটে ৫২ রান তুলে শুরুটা ভালোই করেছিলো চিটাগং। তবে মুস্তাফিজ ও বিপিএলে অভিষেক হওয়া কাজী অনিকের দুর্দান্ত বোলিংয়ে ১২৪ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। অনীক ১৭ রানে ৪ ও মুস্তাফিজ নেন ২ উইকেট।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ২২ বলে ৩১ ও ম্যাচ সেরা ড্যারেন স্যামির ২৫ বলে ৪০ রানে ১৫৭ রান করে ৬ উইকেট হারানো রাজশাহী। এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমে থাকলেও শীর্ষ চারে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখলো রাজশাহী কিংস।