বাংলাদেশে প্রথম থ্রি অন থ্রি রোবটিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে। আজ সোমবার ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
এই রোবট ফুটবল লিগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ১৩টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হয় পিউসি টাইগার্স দল। রানার্স-আপ হয় পিউসি মাদ্রিদ দল। শ্রেষ্ঠ ডিজাইন দল নির্বাচিত হয় পিইউসি সকার স্টার। তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তিনদিন ব্যাপি এই আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদক প্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মো. ইফতেখার মনিরের সভাপতিত্বে এ-অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. বেনু কুমার দে, ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান, উপ-পরিচালক (হিসাব) হাছানুল ইসলাম চৌধুরী, রোবটিক্স ক্লাবের উপদেষ্টা টোটন চন্দ্র মল্লিক, নর্থ ওয়েস্ট গ্রুপের পরিচালক সৈয়দ রুম্মান আহাম্মেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ও এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোবটিক্স ক্লাবের মেন্টর মো. সাইফুদ্দীন মুন্না ও রাহুল চৌধুরী।