এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলে ‘বি’ গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ দল। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের আশা নিয়ে তাজিকিস্তান যাওয়া বাংলাদেশের তরুণ ফুটবলাররা আজ মঙ্গলবার শুরু থেকেই দারুণ নৈপুন্য দেখায়। প্রচন্ড শীতল আবহাওয়া উপো করে তারা গোলের সুযোগও তৈরি করেছিলো। কিন্তু স্বাগতিক দলের গোলকিপার সফল হতে দেয়নি মাহবুব হোসেন রক্সির শিষ্যদেরকে।
শেষ পর্যন্ত তাজিকিস্তানের কাছ থেকে এক পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। আগামী ২ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে মালদ্বীপের সঙ্গে। তাজিকিস্তান ও মালদ্বীপ ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী উজবেকিস্তান শ্রীলঙ্কা।