ফুটবলের যে কোনো টুর্নামেন্ট শেষে একটি বিশেষ পুরস্কার দেয়া হয় সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল খেলা যারা উপহার দেয়া তাদেরকে। যার নাম ফেয়ার প্লে ট্রফি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কতৃক আয়োজিত কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে সবচেয়ে সুন্দর খেলা উপহার দেয়ার পাশাপাশি সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে ফেয়ার প্লে ট্রফিটি পেয়েছে জাগোনিউজ২৪.কম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফে অনুষ্ঠিত কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশের প্রথম সারির মোট ২৪টি মিডিয়া হাউজ। যাদের মধ্যে অন্যতম প্রতিযোগি ছিলো জাগোনিউজ২৪.কমও।
গ্রুপ পর্বে জাগো নিউজ সময় টিভি এবং চ্যানেল আইকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। সময় টিভিকে ২-১ এবং চ্যানেল আইকে পরাজিত করে ৪-৩ গোলে। কোয়ার্টার ফাইনালে দৈনিক সমকালকে ১-০ গোলে পরাজিত করে জাগো নিউজ উন্নীত হয় সেমিফাইনালে।
আজ (শুক্রবার) সকালে অনুষ্ঠিত সেমিফাইনালে ঢাকা ট্রিবিউনের কাছে (যারা পরে চ্যানেল২৪কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে) ২-০ গোলে হেরে থেমে যায় জাগো নিউজ। তবুও টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিটি বরাদ্ধ থাকলো জাগো নিউজের জন্য। টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের বিশেষ অতিথি, সাবেক ফুটবলার এবং ম্যাক্স গ্রুপের পরিচালক মঞ্জুরুল করিমের কাছ থেকে ফেয়ার প্লে ট্রফি গ্রহণ করেন জাগো নিউজ২৪.কম ফুটবল দলের অধিনায়ক মনিরুজ্জামান উজ্জল।