অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিলো জাপান।
নিজেদের মাঠ সাইতামা স্টেডিয়ামে, খেলার ৪০ মিনিটে তাকুমা আসানোর গোলে এগিয়ে যায় জাপান।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেষ্টা করতে থাকে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের সীমানায় কয়েকবার আক্রমন চালিয়েও সফল হয়নি তারা। উল্টো খেলার ৮২ মিনিটে ইয়োসুকে ইদেগুচির গোলে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিক জাপান। এই জয়ে বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো ‘সামুরাই ব্ল’রা।
এদিকে, ‘সকারু’দের রাশিয়া বিশ্বকাপে খেলতে হলে পরের ম্যাচে থাইল্যান্ডকে হারানো ছাড়া গতি নেই।