জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে, পুরুষ বিভাগের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-১ সেটে বাংলাদেশ সেনা বাহিনীকে পরাজিত করে। তারা জয় পায় ১২-২৫, ২৫-২০, ২৫-২১ ও ২৫-২৩ পয়েন্টে। স্থান নির্ধারনী খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ নৌ বাহিনী ৩-১ সেটে তিতাস গ্যাসকে পরাজিত করে তৃতীয় হয়।
এদিকে, মহিলা বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ৩-০ সেটে বিজেএমসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তারা জেতে ২৫-১৬, ২৫-২০, ২৫-২২ পয়েন্টে। মহিলা বিভাগে রাজশাহী জেলা ৩-১ সেটে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে প্রতিযোগিতার ৩য় স্থান অধিকার করে।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া (মানিক) ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
- ২৫৭ রানের টার্গেট জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিঁটকে গেলেন লিটন
- তামিম এখন আট হাজারে
- লংকান ১০ ক্রীড়াবিদের পলায়ন
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- বড় জয়ে লিগ শুরু বায়ার্নের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
- শুরুতেই জয় চান তামিম
- লিজেন্ডস লিগে মাশরাফি
- ওয়ানডে সিরিজ জিতলো ভারত
- ওয়ার্নের বাড়ি বিক্রি
- ম্যাথুজের শততম টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৩১৫ রান শ্রীলংকার
- দল হিসেবে খেলার লক্ষ্য থাকবে: নূরুল হাসান সোহান
