ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের পরিবার নিয়ে দ্বিতীয়বারের মত ‘পারিবারিক ক্রীড়া উৎসব’ আনন্দমুখর পরিবেশে শুরু হয়েছে।
সদস্য সন্তানদের (বড়দের) সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমীনের মেয়ে অহনা আনজুম, দ্বিতীয় এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমানের মেয়ে শ্র্রীতমা মাধূর্য প্রভা ও তৃতীয় হয়েছে বাসসের সিনিয়র রিপোর্টার সৈয়দ সোহরাবের মেয়ে সৈয়দা বিবি মরিয়ম সারাফ।
সদস্য সন্তানদের (ছেলেদের) সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে অর্থনীতি প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান কাজলের ছেলে আহনাফ হাবীব, দ্বিতীয় দ্য রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর ছেলে গালিব বিন তৌহিদ এবং তৃতীয় হয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এমরারন হোসেন শেখ এর ছেলে মুশফিকুর রহমান শুভ্র।
সদস্য সন্তানদের (মেয়েদের) সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইনকিলাবের সিনিয়র রিপোর্টার সৈয়দা কানিজ আফরিন আলমের মেয়ে আসমিতা ইসলাম, দ্বিতীয় দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আবু বকর এর মেয়ে আনিসা আনজুম এবং তৃতীয় হয়েছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার আজিজুর রহমান রিপনের মেয়ে রাইসা রহমান। এদিকে, নারী সদস্যদের স্বামীদের সাঁতারে প্রথম হন- সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পারভীন আখতারের স্বামী এস এম রেজুয়ান হক, দ্বিতীয় মোহনা টিভির স্টাফ রিপোর্টার ফারহানা হক নীলার স্বামী ইমরান হোসেন এবং তৃতীয় হয়েছেন মোহনা টিভির স্টাফ রিপোর্টার নাজনীন আক্তার লাকীর স্বামী ইমরাদ তুষার।
এরআগে, আজ (শুক্রবার) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, ডিআরইউ-র সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান।
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- বাংলাদেশের নারীদের মালয়েশিয়া জয়
- কাল আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
- মোহামেডানকে উড়িয়ে দিয়ে আবাহনীর জয়
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
- ডাবল সেঞ্চুরির পথে বাংলাদেশ
- আরও চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল
- টেস্ট র্যাংকিংয়ে সাকিবের উন্নতি
- দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ
- দ্বিতীয় টেস্টের দলে শরিফুল
- দলের ব্যাটিং নিয়ে চিন্তিত সাকিব
- ম্যাচ জয়ে ও.ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান আর বাংলাদেশের ৭ উইকেট
