আনন্দমুখর একটি দিন কাটালো কিশোরগঞ্জের অটিস্টিক শিশুরা। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেষ হলো অটিস্টিক ক্রীড়া উৎসব। জেলার চারটি বুদ্ধি-প্রতিবন্ধী স্কুলের ২৫ জন খেলোয়াড় অংশ নেয় এই উৎসবে।
ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি এই আয়োজনে ছিলো প্রতিবন্ধী বালক এবং বালিকাদের দৌড়। তবে মূল আকর্ষণ ছিলো ঢাকা থেকে আগত স্পেশাল অলিম্পিকস কমিটির প্রতিনিধি দলের ‘ইয়ং অ্যাথলেট প্রোগ্রাম’। অনূর্ধ্ব-৯ বৎসর বয়সী অটিস্টিক খেলোয়াড় এবং তাদের অভিভাবকদের নিয়ে এই প্রোগ্রামের নেতৃত্ব দেন স্পেশাল অলিম্পিকস্ কমিটির জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম।
বিশেষ এই শিশুদের খেলাধুলার সুযোগ করে দেয়ার আহবান জানান তিনি। স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের সুনাম আরো ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের প্রতিভাবান খেলায়োড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেয়ার ঘোষণাও দেন ফারুকুল ইসলাম।
শেষে প্রতিভাবান খেলোয়াড়দের পুরস্কৃত করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ।
সর্বাধিক পঠিত