এই ৩৫ বছর বয়সেও ক্রিকেটটা বেশ উপভোগ করছেন পাকিস্তান দলের সিনিয়র সদস্য শোয়েব মালিক। তিনি আরো কিছুদিন ক্রিকেট খেলতে চান। যদিও ২০১৫ সালে টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। ২০১৯ সালের ওয়ানডে এবং ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই স্বল্পদৈর্ঘের ক্রিকেট থেকে অবসর নেয়ার ইচ্ছা প্রকাশ করেন।
শোয়েব মালিক তার অবসর ভাবনা সম্পর্কে জানান, ‘ আমার ফর্ম আর ফিটনেস যদি ঠিক থাকে তবে দেশের হয়ে, আগামী ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে চাই।’
তবে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করা মালিক সবার আগে গুরুত্ব দেন, ফিটনেসকে। এ সম্পর্কে তিনি বলেন, ‘সিনিয়র সদস্য হিসেবে আমি দলের জন্য কতোটা করতে পারছি, সবকিছু নির্ভর করছে তার ওপর। দলকে সাহায্য করতে চাই কিন্তু বোঝা হতে চাই না। যদি আমি না পারি, তবে নিজে থেকেই অবসরে যাবো। কিন্তু কিছুদিন আগে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায়, খুব আশাবাদী করেছে আমাকে-ইংল্যান্ডে আগামী বিশ্বকাপ খেলার ব্যাপারে।’
৩৫ টেস্ট, ২৫২ ওয়ানডে এবং ৮৬ টি-টোয়েন্টি খেলা শোয়েব মালিক জানান, পাকিস্তান ক্রিকেট দলের একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আপাতত এটাই তার পরিকল্পনা। দলের অধিনায়ক এবং কোচের সঙ্গে আলোচনা করে বাকী লক্ষ্য স্থির করবেন।