নয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট রেকর্ড ষষ্ঠবার আইএএএফ বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের মর্যাদা পেলেন।
রিও অলিম্পিকে ১০ হাজার মিটারে ১৪ সেকেন্ডের ব্যবধানে রেকর্ড ভেঙে স্বর্ণজয়ী আলমাজা আয়ানা হয়েছেন বর্ষসেরা মেয়ে অ্যাথলেট। ১৯৯৩ সালে চীনের ওয়াং জুনজিয়ার গড়া রেকর্ডকে পেছনে ফেলেন এই ইথিওপিয়ান।
রিওতে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটারে তৃতীয়বার অলিম্পিক স্বর্ণ জিতে ‘ট্রিপল ট্রিপল’ নিশ্চিত করেন ৩০ বছর বয়সী বোল্ট। ষষ্ঠবার পুরস্কার হাতে ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৩ সালের বর্ষসেরা অ্যাওয়ার্ডজয়ী জ্যামাইকান বলেছেন, ‘এটা অবশ্যই একটা বিশাল পাওয়া।’ আগামী বছর লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পর অবসর নিতে যাওয়া বোল্ট আরও যোগ করেন, ‘বর্ষসেরা অ্যাথলেট হওয়ার মানে হলো আপনার পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে। ছয় বছর এটা জেতা মানে আরও বড় কিছু।’
গত অলিম্পিকে ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে ২৩ বছর আগের রেকর্ড ভাঙেন আয়ানা। ২৫ বছর বয়সী এই দূরপাল্লার দৌড়বিদ ৫ হাজার মিটারেও জেতেন ব্রোঞ্জ। ডায়মন্ট রেসটাও নিজের করে নেন তিনি।
পুরুষ বিভাগের বর্ষসেরা উদীয়মান তারকার মর্যাদা পেয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। রিওতে ২০০ মিটারে রৌপ্য ও ১০০ মিটারে ব্রোঞ্জ জেতেন এই ২২ বছর বয়সী। উদীয়মান নারী তারকার পুরস্কারটি হাতে পেয়েছেন অলিম্পিক হেপটাথলনের চ্যাম্পিয়ন নাফিসাতু থিয়াম।
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- বাংলাদেশের নারীদের মালয়েশিয়া জয়
- কাল আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
- মোহামেডানকে উড়িয়ে দিয়ে আবাহনীর জয়
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
- ডাবল সেঞ্চুরির পথে বাংলাদেশ
- আরও চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল
- টেস্ট র্যাংকিংয়ে সাকিবের উন্নতি
- দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ
- দ্বিতীয় টেস্টের দলে শরিফুল
- দলের ব্যাটিং নিয়ে চিন্তিত সাকিব
- ম্যাচ জয়ে ও.ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান আর বাংলাদেশের ৭ উইকেট
