দেশের দ্রুততম মানবের শিরোপা অক্ষুণ্ন রেখেছেন মেজবাহ আহমেদ। জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে বৃহম্পতিবার ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতেছেন ১০০ মিটার স্প্রিন্টের শিরোপা।
কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েও শেষ পর্যন্ত দেশের দ্রুততম মানবের শিরোপা অক্ষুণ্ন রেখেছেন মেজবাহ আহমেদ। জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে বৃহম্পতিবার ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতে নেন ১০০ মিটার স্প্রিন্টের শিরোপা। আর ১০.৭০ সেকেন্ডে দ্বিতীয় হন নৌবাহিনীর আব্দুর রউফ, ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর শরিফুল ইসলাম।
ইভেন্টের শেষে মিজবাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন উসাইন বোল্টকে অনুসরণ করেই এমন সাফল্য পেয়েছেন, ‘উসাইন বোল্টকে দেখে যে শিক্ষা নিয়েছি তা প্রয়োগ করেই সাফল্য পেলাম। আজ আমাকে যে প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হলো তা আমি আশা করিনি। বোল্ট সব সময়ই শেষ প্রান্তে এসে বাড়তি গতি দিয়ে শরীর ছেড়ে দেন, আমিও তাই করেছি এবং সাফল্য ধরে রেখেছি।’
১০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টারের এটি টানা তৃতীয় জাতীয় শিরোপা। গত তিনটি জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি দ্রততম মানব, মাঝে একটি সামার অ্যাথলেটিকস ও বাংলাদেশ গেমসের দ্রুততম মানব হন। ২০১১ সালে বিকেএসপির হয়ে জুনিয়র অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হয়ে সবার চোখে পড়েন।
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- বাংলাদেশের নারীদের মালয়েশিয়া জয়
- কাল আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
- মোহামেডানকে উড়িয়ে দিয়ে আবাহনীর জয়
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
- ডাবল সেঞ্চুরির পথে বাংলাদেশ
- আরও চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল
- টেস্ট র্যাংকিংয়ে সাকিবের উন্নতি
- দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ
- দ্বিতীয় টেস্টের দলে শরিফুল
- দলের ব্যাটিং নিয়ে চিন্তিত সাকিব
- ম্যাচ জয়ে ও.ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান আর বাংলাদেশের ৭ উইকেট
