বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে রিও অলিম্পিক। নানা শঙ্কা থাকলেও, শেষ পর্যন্ত সফলভাবেই পুরো আয়োজন শেষ করেছে আয়োজক দেশ ব্রাজিল। এবার নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে এশিয়ার দেশ জাপান। পরের আসর হবে জাপানের টোকিওতে।
এরই মধ্যে ব্রাজিল থেকে ২০২০ সালের আয়োজক শহর টোকিওতে পৌঁছেছে অলিম্পিকের পতাকা। মেয়র ইউরিকো কোইকিসহ জাপানি অ্যাথলেটরা পতাকা নিয়ে পৌঁছলে, তাদের ফুলেল সংবর্ধনায় বরণ করে নেয়া হয়।
এদিকে রিও অলিম্পিকের চেয়ে ৫টি ডিসিপ্লিন বেশি থাকছে টোকিও অলিম্পিকে। মোট ৩৩টি ডিসিপ্লিনে খেলা হবে জাপানে। এরমধ্যে নতুন যোগ হয়েছে বেসবল, স্কেটবোর্ডিং ও সারফিংয়ের মত জনপ্রিয় ডিসিপ্লিন। টোকিও অলিম্পিকের জন্য হাতে আছে আরো চারবছর। কিন্তু এরই মধ্যে অবকাঠামোগত উন্নয়ন নিয়ে একের পর সমস্যায় পড়ছে আয়োজক জাপান।
তবে, নির্ধারিত সময়ের আগেই সব সমস্যার সমাধান হবে বলেই মনে করেন আয়োজকরা। টোকিও অলিম্পিক দিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার আরো উন্নতি আনার লক্ষ্য তাদের। পতাকা নিয়ে দেশে পৌঁছে নতুন চ্যালেঞ্জ নিয়ে সবাইকে এক যোগে কাজ করার তাগিদ দেন মেয়র।