আসন্ন ২০১৫-১৬ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের টাইটেল স্পন্সর হলো জজ ভূঁইয়া গ্রুপ। আজ বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে পেশাদার ফুটবল লিগের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টসের (এসজিএস) সঙ্গে এক চুক্তি সই করে জজ ভূঁইয়া গ্রুপ।
চার কোটি টাকার বিনিময়ে সাইফ গ্লোবাল স্পোর্টসের কাছ থেকে বিপিএল-এর স্বত্ব বিক্রি করেছে বাফুফে। এর ধারাবাহিকতায় এসজিএস বিপিএল-এর টাইটেলে স্পন্সরশিপ জজ ভূইয়ার কাছে বিক্রি করলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটল ফেডাশেনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি ও পেশাদার ফুটবল লিগের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, সাইফ গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন ও জজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান ভূঁইয়া জুয়েল।
কাজী সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হতে জজ ভূঁইয়া গ্রুপ এগিয়ে আসায় আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এবারের আসরে খেলোয়াড়রা সেই ফুটবলই উপহার দেবে যা দেশের ফুটবলের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো অর্জনে সহয়তা করবে।’
আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা ঢাকার বাইরে ছয়টি ভেন্যুতে এবারের প্রিমিয়ার লিগ আয়োজনের ব্যবস্থা করেছি কারণ আমাদের লক্ষ্য সারাদেশে ফুটবল ছড়িয়ে দেওয়া, আমি আশা করি এবারের প্রিমিয়ার লিগ মাঠে দর্শক ফেরাবে।’
এসজিএসের স্বত্তাধিকারী তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘ফুটবল শুধু খেলাই নয়, এটি বিশ্বের ষষ্ঠ বৃহৎ বাণিজ্যিক পন্য। মাঠে এবং মাঠের বাইরে যথাযথ বিপনণও ফুটবল উন্নয়নের অন্যতম শর্ত। আমরা দেশের ফুটবলে উন্নয়ন চাই। এজন্য আমাদের প্রয়োজন স্পন্সর, জজ ভূঁইয়া গ্রুপকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, ‘১৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটবলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ২০ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএলের জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।’
টাইটেল স্পন্সর গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান ভূঁইয়া বলেন, ‘ফুটবলকে আরও আকর্ষণীয় করতে এবং জনপ্রিয় করতেই আমরা এগিয়ে এসেছি। ভবিষ্যতেও আমরা ফুটবলের সঙ্গে থাকবো।’ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৪ জুলাই মাঠে গড়াবে ১২ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।