বোর্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বিরোধটা বেশ আগে থেকেই। বিশ্বকাপ টি-টোয়েন্টিতেও সেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ টি-টোয়েন্টি জিতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে ধুয়ে দিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। তবে সেই সমালোচনার পর টনক নড়েছে বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজের সকল ক্রিকেটারদের সাথে দেখা করার কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড ক্যামেরন।
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পুরস্কার গ্রহণ করতে এসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে এক হাত নিয়ে স্যামি বলেন, ‘বোর্ড শুধু অবহেলা করে গেছে আমাদের। আমরা গ্রানাডার প্রেসিডেন্টের কাছ থেকে ইমেইলে শুভেচ্ছা বার্তা পেয়েছিলাম; কিন্তু আমাদের বোর্ডের কাছ থেকে তেমন কিছুই পাইনি। আমাদের কেউ খোঁজ রাখে না। এমনকি জানিও না পরবর্তীতে আর দেশের হয়ে খেলতে পারবো কি না। পরনে জার্সিটা পর্যন্ত নিজেদের জোগাড় করে খেলতে হয়েছে আমাদের।’
স্যামির এমন কথা বলার পরেই বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে সভাপতি ক্যামেরন জানান আগামী মাসেই ক্রিকেটারদের সাথে বসবে বোর্ড। তবে স্যামির কথাকেও হালকাভাবে নেননি তিনি। ক্যামেরন বলেন, ‘মে মাসেই আমরা বোর্ড থেকে ক্রিকেটারদের সাথে দেখা করবো। তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো। নির্বাচক, কর্মকর্তা ও ম্যানজমেন্ট ক্রিকেটারএর সব ধরনের সুযোগ সুবিধার নিশ্চয়তা দিতে চাই।’
আইপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ ক্রিকেটারই এখন ভারতে অবস্থান করছে। আইপিএল শেষেই দেশে যাবে তারা।
- বাঘ-সিংহের লড়াইয়ে চট্টগ্রাম টেস্ট ড্র
- প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজারি ক্লাবে মুশফিক
- শ্রীলংকাকে পাল্টা জবাব বাংলাদেশের
- বাংলাদেশর বিপক্ষ বড় সংগ্রহের পথে শ্রীলংকা
- সাইমন্ডসের মহাপ্রয়াণ
- ২০২৩ এশিয়ান কাপের আয়োজক হতে পারে জাপান
- কুল-বিএসপিএ বর্ষসেরার তালিকা প্রকাশ
- এফএ কাপ জিতল লিভারপুল
- চট্টগ্রাম টেস্টে খলবেন সাকিব
- ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ম্যাককালাম
- শ্রীলংকা দল এখন ঢাকায়
- কাল চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
- ‘ফেয়ারব্রেক’ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জাহানারা-রুমানা
- অনন্য উচ্চতায় তামিম
- ডিপিএলে শেখ জামাল চ্যাম্পিয়ন
