১০২ ডিগ্রি জ্বর নিয়েই শনিবার মাঠে নেমেছেন কলাবাগান ক্রিকেট একাডেমির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন। অবশ্য রান খরচ করেছেন ৫৬টি, রয়েছে একটি মেডেন ওভারও।
প্রথম স্পেলের টানা ৮ ওভার করেছেন অবশ্য ছোট রান আপে। বল হাতে নিয়েছিলেন চতুর্থ ওভারে। টানা বোলিং করেছেন ১৮ ওভার পর্যন্ত। দশম ওভারে ৫৭ রান তুলে ফেলা প্রাইম ব্যাংকের উদ্বোধনী জুটিই শুধু ভাঙেননি, ১১ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে মাশরাফি ম্যাচে ফেরান কলাবাগানকে।
৩৭ রান করা মেহেদী মারুফকে কট বিহাইন্ড করে নিয়েছেন প্রথম উইকেট। এলবিডব্লিউ করেছেন নুরুল হাসানকে (১৮)। ফিরিয়েছেন প্রাইম ব্যাংকের শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলশান মুনাবিরাকেও (৩)। ৮ ওভারের টানা স্পেলে ৪৫ রান দিয়ে নেন ৩ উইকেট।
শেষ দিকে দ্বিতীয় স্পেলে ফিরেও শুরু করেছিলেন খাটো রান আপেই। তবে ২ বল পরই ফিরে যান পুরো রান আপে। সপ্তম উইকেটে তাইবুর পারভেজ ও রায়হানউদ্দিনের জুটি যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিলো তখন মাশরাফি বোলিংয়ে ফিরে দ্বিতীয় বলেই রায়হান উদ্দিনকে (২৬) ফিরিয়ে ভাঙেন ৬৬ রানের জুটি।
মাশরাফি লিস্ট ‘এ’ ম্যাচে সর্বশেষ ৪ উইকেট নিয়েছিলেন গত বছরের ২ জানুয়ারি প্রাইম ব্যাংকের বিপক্ষে। সেবার মোহামেডানের হয়ে খেলেছিলেন তিনি।
- স্বর্ন জয়ের হাতছানি বাংলাদেশের
- সাকিবই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক
- সাকিবের সঙ্গে পাপনের বৈঠক আজ
- ২৫৭ রানের টার্গেট জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- আলমেরিয়াকে হারাতে ঘাম ঝরলো রিয়ালের
- গাপটিলের রেকর্ডের ম্যাচে কিউইদের পরাজয়
- ব্যালন ডি’অরে জায়গা হয়নি লিওনেল মেসির
- লংকান ১০ ক্রীড়াবিদের পলায়ন
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
- জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিঁটকে গেলেন লিটন
- তামিম এখন আট হাজারে
- শুরুতেই জয় চান তামিম
