পর পর দুই বলে তিনবার সহজ রানআউটের সুযোগ মিস করে তিনবারই বিরাট কোহলিকে জীবন দিয়ে তার খেসারত গুনছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ঝড় তুলে বড় সংগ্রহের পথে রয়েছে ভারতীয় দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান। রাহানে ৩৬ ও কোহলি ২৬ রান নিয়ে ব্যাট করছেন।
তবে ভারতের উড়ন্ত সূচনাটা এনে দিয়েছিলেন ওপেনার রোহিত শর্মা। স্যামুয়েল বদ্রির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে মাত্র ৩১ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন তিনি। এছাড়া নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের পরিবর্তে সুযোগ পাওয়া আজিঙ্কা রাহানেও দারুণ খেলছেন।
ব্রাভোর করা নবম ওভারের তৃতীয় বলে বিরাট কোহলিকে সহজ রানআউট মিস করেন উইকেট রক্ষক দীনেশ রামদিন। একই বলে দ্বিতীয়বার আউট করার সুযোগ পান ব্রাভো নিজেই; কিন্তু তিনিও উইকেট ভাঙতে না পারলে জীবন পেয়ে যান কোহলি। পরের বলেই স্কয়ার লেগ থেকে দারুণ থ্রো হলেও তা ধরতে ব্যর্থ হন রামদিন। ফলে ব্যাট করতে নামার পরই দুই বলে তিনবার জীবন পান ইনফর্ম ব্যাটসম্যান কোহলি।
- ২৫৭ রানের টার্গেট জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিঁটকে গেলেন লিটন
- তামিম এখন আট হাজারে
- লংকান ১০ ক্রীড়াবিদের পলায়ন
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- বড় জয়ে লিগ শুরু বায়ার্নের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
- শুরুতেই জয় চান তামিম
- লিজেন্ডস লিগে মাশরাফি
- ওয়ানডে সিরিজ জিতলো ভারত
- ওয়ার্নের বাড়ি বিক্রি
- ম্যাথুজের শততম টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৩১৫ রান শ্রীলংকার
- দল হিসেবে খেলার লক্ষ্য থাকবে: নূরুল হাসান সোহান
