তিন আন্ডার পার নিয়ে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’র উদ্বোধনী দিন সন্তুষ্টি নিয়ে শেষ করলেও দ্বিতীয় দিন নিজেকে ততটা তুষ্ট করতে পারলেন না দেশসেরা গলফার মো: সিদ্দিকুর রহমান। ২ বগি ও ২ বার্ডিতে লেভেল পার খেলে প্রথম দিনের সেই তিন আন্ডার পার নিয়েই দ্বিতীয় দিনের খেলা শেষ করলেন এই স্বাগতিক গলফার।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ১০ নম্বর হোল থেকে দিনের খেলা শুরু করে প্রথম দুই হোল পারের সমান খেললেও দিনের তিন নম্বরটিতে এসেই ধাক্কা খেলেন সিদ্দিকুর। ১২ নম্বর হোলটি মূলত চার পারের, যা শেষ করতে একটি বেশি খেললেন, ফলাফলও হাতেনাতে। দিনের প্রথম বগির কবলে পড়ে পয়েন্ট হারালেন।
পরেরটিতে অবশ্য বগির কবলে পড়লেন না। পার লেভেল করে ফেললেন। তবে ১৪ নম্বর হোল দিনের প্রথম হাসি এনে দিল সিদ্দিকুরের মুখে। পাঁচ পারের খেলাটি শেষ করলেন চার পার দিয়েই।
১৫ ও ১৬ নম্বরটি কোন রকম লেভেল পার করে কাটিয়ে দিলেও ১৭ নম্বরেই আবার বগি বাধা। ৫ পারের এই খেলাটি শেষ করতে সিদ্দিকুরকে খরচ করতে হল একটি বেশি পার। ফলে আবার সেই পয়েন্ট হারানোর কষ্ট।
এই শেষ। এরপর অবশ্য আর কোন বগির বেদনায় সিদ্দিকুরকে কষ্ট পেতে হয়নি। ১৮, ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর হোল টানা লেভেল পার খেলে ৭ নম্বরটিতে এসেই দেখা পেলেন বার্ডির। ফলে স্বস্তির মাত্রা যেমন বাড়লো তেমনি বেড়েছে আত্মবিশ্বাসও।
সেই আত্নবিশ্বাস নিয়েই পরের দুই হোল টানা লেভেল পার খেলে দুই বার্ডি ও দুই বগির যোগ বিয়োগে দিন শেষে কোন পয়েন্ট থলিতে না পুরে বা থলি থেকে না হারিয়ে পার লেভেল খেলে তিন আন্ডার পার দ্বিতীয় দিন শেষ করেছেন সিদ্দিকুর।
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- বাংলাদেশের নারীদের মালয়েশিয়া জয়
- কাল আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
- মোহামেডানকে উড়িয়ে দিয়ে আবাহনীর জয়
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
- ডাবল সেঞ্চুরির পথে বাংলাদেশ
- আরও চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল
- টেস্ট র্যাংকিংয়ে সাকিবের উন্নতি
- দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ
- দ্বিতীয় টেস্টের দলে শরিফুল
- দলের ব্যাটিং নিয়ে চিন্তিত সাকিব
- ম্যাচ জয়ে ও.ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান আর বাংলাদেশের ৭ উইকেট
