মোহাম্মদ মিথুন। উইকেট কিপার কাম ব্যাটসম্যান। তবে এশিয়া কাপে একাদশে খেলছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। এই নিয়ে আছে অনেক প্রশ্ন। জানা গেছে, কোচ হাথুরাসিংহের পছন্দের কারণেই একাদশে জায়গা হয়েছে তার। যদিও দলে সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে করেন ১ রান। পরের ম্যাচে দু’দুটি জীবন পেয়ে করেছিলেন ৪৬। এদিন ছিলেন ব্যর্থ। শ্রীলঙ্কার বিপে গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। মিথুনকে নেওয়া হয়েছিল মূলত তামিমের অনুপস্থিতির কারণে। টি-২০ বিশ্বকাপে এমনিতেই বাদ পড়তেন মিথুন। তবে
মুস্তাফিজের ইনজুরি এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে খুব সম্ভবত ছিটকে দিচ্ছে মিথুনকে। মুস্তাফিজের জায়গায় দলে আসছেন তামিম। আর তামিম ফেরা মানে মিথুনের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা শেষ।
ওপেনিং জুটি টানা ব্যর্থ বলেই তামিমকে ব্যাংকক থেকে ডেকে আনা হয়েছে। মিথুন-সৌম্য উইকেটে মোটেও থিতু হতে পারছেন না। এ কারণেই অভিজ্ঞ তামিমের শরণাপন্ন হয়েছে টিম ম্যানেজমেন্ট।
আগামী ম্যাচে মিথুন বাদ পড়লে একাদশে জায়গা পেতে পারেন অল রাউন্ডার নাসির হোসেন। মোটামুটি ফর্মে থাকার পরও তাকে বেশ কিছু দিন ধরে ম্যাচের বাইরে রাখা হচ্ছে। এই নিয়ে যথেষ্ঠ সমালোচনা আছে।
নাসির ফিরলে পাকিস্তানের বিপে তিন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। গত ম্যাচ গুলোতে ব্যাটিং দুর্বলতা প্রচণ্ড আকারে দেখা গেছে। এ কারণে দলের ব্যাটিং শক্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট, এমটাই জানা গেছে টিম ম্যানেজমেন্ট সূত্রে। বাকিটা দেখা যাক।
- ২৫৭ রানের টার্গেট জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিঁটকে গেলেন লিটন
- তামিম এখন আট হাজারে
- লংকান ১০ ক্রীড়াবিদের পলায়ন
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- বড় জয়ে লিগ শুরু বায়ার্নের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
- শুরুতেই জয় চান তামিম
- লিজেন্ডস লিগে মাশরাফি
- ওয়ানডে সিরিজ জিতলো ভারত
- ওয়ার্নের বাড়ি বিক্রি
- ম্যাথুজের শততম টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৩১৫ রান শ্রীলংকার
- দল হিসেবে খেলার লক্ষ্য থাকবে: নূরুল হাসান সোহান
