যুব বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ জিতে আসরের সপ্তম স্থান নিশ্চিত করলো নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল। ফতুল্লায় প্লেট পর্বের ম্যাচে ২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের কাছাকাছি গিয়ে ১৫ রানের আক্ষেপে পুড়ে নেপালের যুবারা। আবহাওয়াজনিত কারণে ম্যাচের দৈর্ঘ্য পাঁচ ওভার কমিয়ে দেন ম্যাচ অফিসিয়ালরা। টস জিতে ব্যাটিংয়ে নামা নামিবিয়ানরা নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২২৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়।
ওয়ানডাউনে নামা লোহান লরেন্স (৫৯) ও মাইকেল ভ্যান লিনগেন (৫৮) অর্ধশতক হাঁকান। মিডল অর্ডার ব্যাটসম্যান ফ্রানকয়েস রাতেনব্যাকের ব্যাট থেকে আসে ৩৯। নেপালিদের হয়ে লেগস্পিনার সন্দীপ লামিচানে তিনটি ও সাসিল কান্দেল দু’টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন সুনীল ধামালা ও প্রেম তামাং।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে এক উইকেটে ১০৪ রান তুলে শুরুটা ভালোই করে নেপাল অ-১৯ দল। কিন্তু ৯ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। শেষ পর্যন্ত ৪৪.২ ওভারে জয় থেকে ১৬ রান দূরে থাকতে অলআউট হয় নেপালিরা। ওপেনার সুনীল ধামালার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৯ রান। এছাড়া জুগেন্দ্র কারকি ৩৫, আরিফ শেখ ৩০, দীপেন্দ্র সিং আইরি ৩১ ও প্রেম তামাং ৩২ রান করে আউট হন। নামিবিয়ানদের হয়ে একাই চারটি উইকেট দখল করেন মাইকেল ভ্যান লিনগেন। বাঁহাতি পেসার ফিটজ তিনটি ও বার্টন জ্যাকবস নেন দু’টি উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন চমৎকার অলরাউন্ড নৈপুণ্য দেখানো মাইকেল ভ্যান লিনগেন।
- টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- টেস্টে পরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
- বাংলাদেশের নারীদের মালয়েশিয়া জয়
- কাল আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
- মোহামেডানকে উড়িয়ে দিয়ে আবাহনীর জয়
- রুদ্ধশ্বাস ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারাল ভারত
- হোম টেস্টের পরাজয় ঠেকানোর লক্ষ্য সাকিবের
- মাহমুদুল্লারা ওয়েস্ট ইন্ডিজ যাবেন কাল
- ডাবল সেঞ্চুরির পথে বাংলাদেশ
- আরও চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল
- টেস্ট র্যাংকিংয়ে সাকিবের উন্নতি
- দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ
- দ্বিতীয় টেস্টের দলে শরিফুল
- দলের ব্যাটিং নিয়ে চিন্তিত সাকিব
- ম্যাচ জয়ে ও.ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান আর বাংলাদেশের ৭ উইকেট
