এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা রবিবার খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছেন। এই খেলায় মাশরাফির লাল দলকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শুভাগত হোমের সবুজ দল। খেলায় ৪টি অর্ধশতক হয়েছে। এই প্রস্তুতিমূলক ম্যাচ শেষে বিকাল ৪টার দিকে মাশরাফিরা ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন।
রবিবার কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার কারণে প্রস্তুতিমূলক ম্যাচটি ১১টায় শুরু হয়। প্রথমে ব্যাট করে মাশরাফির লাল দল ১৬৫ রান সংগ্রহ করে। তামিম ইকবাল ৫১ রান ও মাহমুদুল্লাহ ৫৬ রানের ইনিংস খেলেন। আবু হায়দার রনি ৩টি, মো. শহীদ ও কামরুল ইসলাম দুটি করে উইকেট লাভ করেন।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবুজ দল উদ্বোধনী জুটিতেই ১৬৩ রান সংগ্রহ করে। অনবদ্য এই জুটি গড়েন মো. মিথুন ও ইমরুল কায়েস। ১৬ ওভারে ওই রান সংগ্রহ করেন তারা। ১৬ ওভারে ব্যক্তিগত ৬৭ রানে সাব্বিরের বলে আউট হন মিথুন। তিনি ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে এ রান করেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ৯১ রানে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও ৪টি ছয়ে এ রান করেন। ম্যাচ শেষে হোটেল সিটি ইনে ফিরে দুপুরের খাবারের পর ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করে মাশরাফি বাহিনী।
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিঁটকে গেলেন লিটন
- তামিম এখন আট হাজারে
- শুরুতেই জয় চান তামিম
- লংকান ১০ ক্রীড়াবিদের পলায়ন
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- বড় জয়ে লিগ শুরু বায়ার্নের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
- লিজেন্ডস লিগে মাশরাফি
- ওয়ানডে সিরিজ জিতলো ভারত
- ওয়ার্নের বাড়ি বিক্রি
- ম্যাথুজের শততম টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৩১৫ রান শ্রীলংকার
- দল হিসেবে খেলার লক্ষ্য থাকবে: নূরুল হাসান সোহান
- ৩ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ শুরু ভারতের
