রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে ৫০০ তম ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ২০১৫ সালে বার্সেলোনার পাঁচটি শিরোপা জেতানোতে প্রধান ভূমিকা পালন করা মেসি ২০১৬ সালে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মেসির রেকর্ডের ম্যাচে বার্সা রিয়াল বেটিসকে ৪-০ গোলে হারিয়েছে। বার্সেলোনার হয়ে ৫০০ তম ম্যাচে ৪২৫ তম গোলটি করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রের ট্রেবল শিরোপার পাশাপাশি উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ^কাপও জিতেছে বার্সেলোনা। দারুণ এই বছর কাটানোর পরে এবার ২০১৬ সালে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মেসি বলেন, এটা অসাধারণ একটা বছর ছিল আমাদের জন্য, এবং বছরটাও আমরা দারুণভাবে শেষ করতে পেরেছি। এই ম্যাচে আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি, তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট অর্জন করতে পেরেছি এটাই অনেক। ২০১৬ সালের প্রত্যাশা সম্পর্কে মেসি বলেন, আমরা যা করেছি এই বছর তার থেকে উন্নতি করা কঠিন, তবে আমরা চেষ্টা করবো। আমাদের দারুণ একটা স্কোয়াড আছে এবং আরো দারুণ কিছু করতে আমরা উদ্বুদ্ধ। এএস স্পোর্টস।
- ২৫৭ রানের টার্গেট জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ের জয়ের টার্গেট ২৯১ রান
- টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জিম্বাবুয়ের
- জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিঁটকে গেলেন লিটন
- তামিম এখন আট হাজারে
- লংকান ১০ ক্রীড়াবিদের পলায়ন
- ৪-১ এ সিরিজ জিতলো ভারত
- বড় জয়ে লিগ শুরু বায়ার্নের
- বড় স্কোর গড়েও হার বাংলাদেশের
- শুরুতেই জয় চান তামিম
- লিজেন্ডস লিগে মাশরাফি
- ওয়ানডে সিরিজ জিতলো ভারত
- ওয়ার্নের বাড়ি বিক্রি
- ম্যাথুজের শততম টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৩১৫ রান শ্রীলংকার
- দল হিসেবে খেলার লক্ষ্য থাকবে: নূরুল হাসান সোহান
